গোলাপগঞ্জে প্রোফাইল ডাটাবেজ তৈরির কর্মশালা শুরু

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে প্রোফাইল ডাটাবেজ তৈরির কর্মশালা শুরু

সিলেটের গোলাপগঞ্জে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি ও UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বেলা ২টায় ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এবং প্রভাষক শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি এবং তাদেরকে UID নাম্বার দেওয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে ছাত্র-ছাত্রীদের সব ধরনের তথ্য সরকারের জানা থাকবে, যা শিক্ষা কার্যক্রম প্রসারে আরও সহায়ক হবে এবং শিক্ষার প্রসার সংক্রান্ত বিষয়ে সম্যক ধারণা পাওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল এবং ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ‍্যক্ষ রেজাউল আমিন।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দুইদিনব‍্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩০টি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


এফএম/আরআর-০৭