সন্ধানী লাইফ ইনস্যুরেন্স গোয়ালাবাজার অফিসের উন্নয়ন সভা

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন



সন্ধানী লাইফ ইনস্যুরেন্স গোয়ালাবাজার অফিসের উন্নয়ন সভা

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাজী ইদ্রিস মিয়া তালুকদার বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় (প্রিমিয়াম) সংগ্রহ করে মূলধন গঠনে সাহায্যে করে। মানুষের জীবন, ঋণ ও সম্পত্তির ক্ষতিপূরণের নিশ্চয়তা দিয়ে থাকে। উৎপাদন বৃদ্ধি পেলে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত হয় এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। তাই সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সাধারণ মানুষকে বীমার আওতায় নিয়ে আসতে বীমাকর্মীদের আরও বেশি গ্রাহকবান্ধব ও পেশাগত জীবনে সৎ ও বিনয়ী হতে উৎসাহিত করে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর গোয়ালাবাজার শাখা কার্যালয়ে উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

গোয়ালাবাজার অফিসের ইনচার্জ ও বিভাগীয় সমন্বয়কারী অশোক কুমার দেবের সভাপতিত্বে এবং জেলা সমন্বয়কারী মো. আবুল কালামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর জেনারেল ম্যনেজার মো. রাশেদুল ইসলাম ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন, গোয়ালাবাজার অফিসের ক্যাশিয়ার গোপেশ সূত্রধর, ব্রাঞ্চ কর্ডিনেটর আব্দুল খালিক, আব্দুল হেকিম, শিপন মিয়া, জুনারা বেগম, ব্রাঞ্চ ম্যানেজার জুবায়ের আহমদ, চুনু মিয়া, জোছনা বেগম, ফাহিমা বেগম, জয়া রানী বৈদ্য প্রমুখ। সভায় এফএ, ইউএমসহ শতাধিক কর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি উপজেলার সাদিপুর ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মৃত পিয়ারা বেগমের ৩ লাখ টাকার মৃত্যুদাবির চেক তার পরিবারের হাতে তুলে দেন।


ইউডি/আরআর-০৬