টিকা নিয়েছেন ফেঞ্চুগঞ্জের ২০ সহস্রাধিক মানুষ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২১
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
১২:১১ পূর্বাহ্ন



টিকা নিয়েছেন ফেঞ্চুগঞ্জের ২০ সহস্রাধিক মানুষ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় করোনা টিকার জন্য এ পর্যন্ত ২০ হাজার ৯৬ জন আবেদন করেছেন। এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৬ হাজার ২২৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪ হাজার ৬৪৩ জন।

উপজেলা হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, প্রথম ডোজের টিকা গ্রহণে বর্তমানে ব্যাপক আগ্রহ রয়েছে জনগণের মধ্যে। প্রতিদিন শতাধিক মানুষ সশরীরে এসে, আবার অনেকে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন। এর পাশাপাশি যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদেরকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে টিকা নিতে অনেকে আগ্রহ না দেখালেও বর্তমানে জনগণ নিজে থেকে টিকা নিতে প্রতিদিন হাসপাতালে আসছেন। আবার কেউ কেউ ফোনে টিকার খোঁজ-খবর নিচ্ছেন।

পরিসংখ্যান বিভাগ আরও জানায়, বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত উপজেলায় ৩ হাজার ৮৭১ জন টিকা গ্রহণের অপেক্ষায় রয়েছেন।

ফেঞ্চুগঞ্জ হাসাপাতালের টেকনোলজিস্ট (ইপিআই) নেহার রঞ্জন পাল বলেন, প্রথম যখন টিকাদান শুরু হয়, তখন আমরা টিকা দিতে অনেক চেষ্টা করেছি। কিন্তু মানুষ আগ্রহ দেখায়নি। আর এখন প্রতিদিন কয়েকশ লোক টিকা নিতে আসছেন। আমরা প্রত্যেককে টিকা দিচ্ছি। যে আসছে, টিকা নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে জানতে ফেঞ্চুগঞ্জ হাসপাতালের প্রধান ডা. কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।


এসএ/আরআর-০৪