গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২১
১১:৩৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
সিলেট মিরর-এর প্রধান বার্তা সম্পাদক জিয়াউস শামস শাহীনের মা জিয়াউন নেছা খানমের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফুলবাড়ি বড় মোকাম ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মরহুমার ছেলে মাওলানা শাকিল আহমদ। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক সহ-সভাপতি আ.ফ.ম সাঈদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, এনাম আহমদ, গোলাপগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুল খালিক, সহকারী সেক্রেটারি সেলিম আহমদ, মাস্টার আব্দুর শুক্কুর, সিলেট ওয়াচের রিপোর্টার মাসুদ আহমদ রণি, সাংবাদিক মনজুর আহমদ প্রমুখ। সিলেট মিরর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আজ (বুধবার) সকাল ৬টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জিয়াউস শামস শাহীনের মায়ের মৃত্যুতে সিলেট মিরর এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় সিলেট মিরর পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এফএম/আরসি-০৫
এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন