সিলেট মিররের প্রধান বার্তা সম্পাদকের মায়ের মৃত্যুতে ইকবাল আহমদ চৌধুরীর শোক

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২১
০৮:২২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২১
০৮:২৫ অপরাহ্ন



সিলেট মিররের প্রধান বার্তা সম্পাদকের মায়ের মৃত্যুতে ইকবাল আহমদ চৌধুরীর শোক

দৈনিক সিলেট মিরর পত্রিকার প্রধান বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জিয়া উস শামস শাহিন এর মা জিয়া উন নেছা খানম আর নেই। ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।

বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এদিকে দৈনিক সিলেট মিরর পত্রিকার প্রধান বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জিয়া উস শামস শাহিন এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ বুধবার বাদ আসর ফুলবাড়ি বড় মোকাম ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।   

এফ এম/বি এন-০৬