সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৫, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
০৩:৫৩ পূর্বাহ্ন
সিলেটের করোনা ডেডিকেটেড আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে করোনা রোগীর চিকিৎসায় বিনামূল্যে তিনটি কনসেনট্রেটন প্রদান করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার।
তিনি বলেন, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা মানব কল্যাণে উজ্জল দৃষ্টান্ত। মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। নিরীহ, নিপীড়িত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেবায় সমৃদ্ধ রয়েছে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট সাহেদা পারভীন চৌধুরী, সদস্য লায়ন নাজনীন হোসেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আব্দুল কাইয়ুম, ক্লাবের সেক্রেটারি লায়ন মাহমুদা সুলতানা স্বপ্না, ট্রেজারার আছিয়া শিকদার, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন বাবলী চৌধুরী,লায়ন হেলেন আহমদ, লায়ন সাজেদা পারভীন, লায়ন সানজিদা খানম, লায়ন শ্যামলী দাশ, মনসুর আহমদ চৌধুরী প্রমুখ।
এএফ/০৬