নগরে ললিতকলা একাডেমীর ভ্রাম্যমান সংগীত পরিবেশন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৫, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২১
০৩:৩৯ পূর্বাহ্ন



নগরে ললিতকলা একাডেমীর ভ্রাম্যমান সংগীত পরিবেশন

সিলেট ললিতকলা একাডেমীর উদ্যোগে ভ্রাম্যমান সংগীতে নগর পরিক্রমার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর এই শোকের মাতম কোনোদিন থামবে না। তবে শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর আদর্শ চিরভাস্বর। তাই যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবেন-বঙ্গবন্ধু বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। ’

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) ব্যাতিক্রমী এই ভ্রাম্যমান সংগীতে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়।

শোকের মাস আগস্ট স্মরণ ও মহামারি কোভিড-১৯ থেকে উত্তরণের জন্য এর আয়োজন করে সিলেট ললিতকলা একাডেমী।

সিলেট নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ললিতকলা একাডেমীর সভাপতি অ্যাডভোকেট বেলাল আহমদ। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু।

বঙ্গবন্ধুকে নিবেদন করে গান লিখেছেন গীতিকার শামসুল আলম সেলিম। করোনা মহামারি থেকে মুক্তি ও প্রেরণাদায়ক গান লিখেছেন কলকাতার মৌসুমী। গানের ধারা বর্ণনায় ছিলেন অধ্যক্ষ ও আবৃত্তিশিল্পী শামীমা চৌধুরী। দুটি গানেই কন্ঠ দিয়েছেন বিপ্রদাস ভট্টাচার্য। মিউজিক কম্পোজিশন করেছেন সুদীপ চক্রবর্তী।

উল্লেখ্য প্রার্থনা সংগীতটি লন্ডন বাংলা টিভির উদ্যোগে আমেরিকা. কানাডা,ভারত ও বাংলাদেশ থেকে একযোগে সম্প্রচার করা হবে।

করোনা মহামারি কালে এমন চমৎকার ও কার্যকর আয়োজনের জন্য  প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, শোককে শক্তিতে পরিণত করতে জাগরণের গান দরকার। এ করোনাকালে ভ্রাম্যমান সংগীত গণমানুষের কাছাকাছি পৌঁছবে। উদ্বোধন শেষে ভ্রাম্যমান পরিবহণ-মঞ্চ নগর পরিক্রম করে সংগীত পরিবেশন করে। সিলেট ললিতকলা একাডেমীর এমন সংগীত আয়োজন নগরবাসীর কাছে অভিনব ও প্রশংসিত হয়েছে।


এএফ/০৩