সিলেট জেলা মহিলা আ.লীগের দোয়া ও বৃক্ষরোপণ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৫, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন



সিলেট জেলা মহিলা আ.লীগের দোয়া ও বৃক্ষরোপণ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নারীনেত্রী মরহুমা বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং মরহুম ডা. আব্দুর নূর, অ্যাডভোকেট মো. আব্দুল আলিম, কার্নিশ রেহনুমা রব্বানী ভাষার স্মরণে দোয়া মাহফিল ও সিলেট এমসি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নগরের মিরাবাজার আগপাড়াস্থ সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিতের বাসয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট সালমা সুলতানার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন হোসেন, সিলেট সরকারি এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ, প্রফেসর তওফিক ইছদানী চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদিকা হেলেন আহমদ।

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা এ. জেড. রওশন জেবীন রুবা, সহ-সাংগঠনিক সম্পাদিকা মোছা. নূরুন্নাহার (মেম্বার), সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদিকা সাজেদা পারভীন, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, লিপি রাণী বণিকা, রুনা আক্তার, নাসরিন বেগম, সদর উত্তর উপজেলার সাধারণ সম্পাদিকা হাসিনা আক্তার প্রমুখ।

বিএ-১০