গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
০৩:৪০ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সমাজসেবী অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সরকারি এমসি একাডেমী মাঠে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের মাওলানা রশিদ আহমদের ছেলে তামিম ইয়াহইয়া আহমদ।
জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক রেজোউল করিম আলো, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইছহাক সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছালিক আহমদ চৌধুরী, মসিউর রহমান মুহি, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য আবুল কাশেম সেবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বিএনপি নেতা বদরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মনজুর আহমদসহ স্থানীয় হাজার হাজার মানুষ।
উল্লেখ্য, অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ গতকাল সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টা ১০ মিনিটে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এফএম/আরআর-০৬