সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৫, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, 'গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের জানাজায় অংশ নিয়ে ফেরার পথে ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দার বিষয়। এ ধরণের কার্যকলাপের মাধ্যমে প্রশাসন ভীতির সঞ্চার করতে চায়।’ বিরোধী রাজনৈতিক নেতৃত্বের চলা ফেরায় বিঘ্ন সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এসব কৌশল অবলম্বন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ভয়-ভীতি আর জেল-জুলুম করে জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যাবে না।’
বিএনপি নেতা এমরানসহ সিলেট এবং দেশের বিভিন্ন স্থানে কারাবন্দি সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন তিনি।
এসএইচ-০১/এএফ-০২