বিশ্বনাথ প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২১
১২:২৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
১২:২৬ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের সুরমা নদী পাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে সোহেল মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত আলী আকবরের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আনহার আলী (২৭)।
তাদের কাছ থেকে ৪৫ বোতল ভারতীয় মদ এসি ব্ল্যাক, ২১৮ বোতল অফিসার্স চয়েজ ও ২২ বোতল ম্যাকডাওয়েল উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও নৌকা জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থেকে নৌকাযোগে মাদকের বড় চালান বিশ্বনাথে প্রবেশ করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে নৌকা থেকে অটোরিকশায় বস্তাভর্তি মাদক লোড করছিলেন ৫ জন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত তিনজন পালিয়ে গেলেও ২৮৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়।
২৮৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এমএ/আরআর-০৪