নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
সিলেটে ছিনতাই মামলার আসামী ছাত্রলীগ নেতা জুবের খানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৯। জুবের খান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরের রায়নগর রাজবাড়ি এলাকার আকরাম খানের ছেলে।
রবিবার (২২ আগস্ট) রাতে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টায় নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বাধীন র্যাবের একটি দল। অভিযানকালে শাহপরাণ থানায় দায়েরকৃত ছিনতাই ও মারামারির মামলার প্রধান আসামি জুবায়ের খানকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার টিবি গেইট ইউনিট ছাত্রলীগের সোহেব ও আবির গ্রুপ এর সমর্থক ওবায়দুল হক শাহীকে হত্যা চেস্টাসহ তার সঙ্গে থাকা মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই এর ঘটনায় শাহপরান থানায় জুবায়ের খানকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন শাহী ঈদগাহ এলাকার রুহুল আমিনের ছেলে নাজমুল হোসেন আরমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার জুবায়েরকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। এরপর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিএ-০৭