নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২১
১১:২৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
০২:০০ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) গোলাপগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
জানা গেছে, গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের জানাজায় অংশ গ্রহণ শেষে তিনি সিলেট নগরে ফিরছিলেন। পথে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ সিলেট মিররকে বলেন, ‘তাকে পৌরসভা এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গ্রেপ্তার করা হয় । তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি ও বিমানবন্দর থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’
এএফ/০১