নগরে ললিতকলা একাডেমীর ভ্রাম্যমান সংগীত পরিক্রমা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৪, ২০২১
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২১
০২:৫৫ পূর্বাহ্ন



নগরে ললিতকলা একাডেমীর ভ্রাম্যমান সংগীত পরিক্রমা

সিলেট ললিতকলা একাডেমীর উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) দিনব্যাপী চলবে ভ্রাম্যমান প্রার্থনা সংগীতে নগর পরিক্রমা। শোকের মাস আগস্ট স্মরণ ও মহামারি কোভিড-১৯ থেকে উত্তরণের জন্য এই ভ্রাম্যমান সংগীত আয়োজন করা হয়েছে।

ললিতকলা একাডেমী সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১১টায় সিলেট নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চ থেকে দুইটি গানের সূচনা করে সিলেট নগর পরিক্রমা শুরু হবে। এ সময় সিলেটের রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। 

ললিতকলা একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য জানান, মহামারি কোভিড-১৯ দেড় বছর ধরে আমাদেরকে জিম্মি করে রেখেছে। মানুষের মন ও মননে বিষাদের ছাপ। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধুর শতবর্ষের অনুষ্ঠানও কেবল ভার্চুয়ালি হচ্ছে। জাতীয় শোক দিবসে এবারও আমাদেরকে সীমিত পরিসরে শোক পালন করতে হয়েছে।  তাই পরিবহণ-মঞ্চে গানে গানে নগর পরিক্রমা হবে। এতে মানুষের মনে কিছুটা হলেও আশার সঞ্চার হবে।

এএফ/০৮