সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৪, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন, ‘কৃষি প্রধান এই বাংলাদেশে হাজার হাজার হেক্টর কৃষি জমি প্রতি বছর অনাবাদি থেকে যায়। আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জেও এমন শত শত হেক্টর কৃষি জমি জলাবদ্ধতাসহ নানা প্রতিবন্ধকতার কারণে প্রতি বছর অনাবাদি থাকছে। আমি নির্বাচিত হলে এক ইঞ্চি কৃষি জমিও অনাবাদি থাকবে না।’
সোমবার (২৩ আগস্ট) ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও, ঘিলাচড়া, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন, উত্তর কুশিয়ারা এবং কটালপুর সেনের বাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বছর বছর বিদেশ থেকে শতশত মেট্রিক টন চাল আমদানি করতে হয় আমাদের। অথচ এসব জমিতে ফসল উৎপাদন করে কৃষকরা স্বাবলম্বি হওয়ার পাশাপাশি দেশের চাল আমদানি হ্রাস করা সম্ভব হতো। পানি উন্নয়ন বোর্ডের অদুরদর্শিতার কারণে কৃষকরা এমন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
শফি চৌধুরী বলেন, আমি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতি করি। তাদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা চালাই সব সময়। ইনশাআল্লাহ এই চেষ্টা অব্যাহত থাকবে।
রাতে শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমার দাউদপুর এবং জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর ও ছব্দলপুর গ্রামে গণসংযোগ করেন এবং পৃথক তিনটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
এসময় তার সঙ্গে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
বিএ-১০