সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৪, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান।
সোমবার (২৩ আগস্ট) তিনি শোকবার্তায় বলেন, ‘সুনামগঞ্জের সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের মৃত্যু আমাকে ব্যথিত করেছে। তিনি একজন ভালো মানুষ ছিলেন। ভাটি অঞ্চলের সাংবাদিকতা ও স্থানীয় উন্নয়নে তার ভূমিকা অনন্য। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, রবিবার দিনগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছে সিলেট নগরের একটি হাসপাতালে হাবিবুর রহমানের মৃত্যু হয়। সোমবার বেলা দুইটায় দিরাই উপজেলার রাধানগর গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বাসস ছাড়াও দৈনিক ইত্তেফাক, দৈনিক সিলেটের ডাক-এর দিরাই প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পাশাপাশি সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আরসি-০৯