গোয়াইনঘাটে জলাবনের ওপর নির্ভরশীলদের প্রশিক্ষণ প্রদান

গোয়াইনঘাট প্রতিনিধি


আগস্ট ২৪, ২০২১
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৪, ২০২১
১২:১১ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে জলাবনের ওপর নির্ভরশীলদের প্রশিক্ষণ প্রদান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে এই জলাবনের ওপর নির্ভরশীল গ্রামবাসীকে নিয়ে সচেতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউজিডিপি ও জাইকার সহযোগিতায় ও অর্থায়নে এবং গোয়াইনঘাট উপজেলা পরিবেশ ও বন বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ। 

সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণে উপস্থিত জলাবনের ওপর নির্ভরশীল গ্রামবাসীর উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান চৌধুরী। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী।


এমএম/আরআর-০৭