ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন
করোনা মহামারিতে নিরলসভাবে কাজ করে চলেছে সিলেট হেলথ ডেভোলাপমেন্ট এন্ড এডুকেশন ট্রাষ্ট (shade) । করোনা রোগিকে সেবা ও যাত্রী পরিবহনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। সত্যিকারের সেবার মন মানসিকতা না থাকলে এসব কাজে কেউ এগিয়ে আসে না।একে একে তারা আজ ফেঞ্চুগঞ্জে সপ্তম শাখা উদ্ধোধন করে সত্যিকারের বড় মনের পরিচয় দিল সংগঠনটি। এ সংগঠনটির কাজের অগ্রজার্তা অব্যাহত থাকুক এই প্রত্যাশা রহিল।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সোমবার (২৩ আগস্ট) ফেঞ্চুগঞ্জ হাসাপতাল রোডে শেইড ট্রাষ্টের সম্পম শাখা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
সংগঠনের কোষাধ্যক্ষ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও মো. শাফির পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল সংগঠনের অন্যতম ফাউন্ডার মাওলানা দিলওয়ার হোসাইন, সংগঠনের অন্যতম সদস্য আব্দুল গফফার লিলু মিয়া, আব্দুল হান্নান, সাংবাদিক মামুনুর রশিদ ও সমাজকর্মি ইকবাল আহমদ লিমন।
এছাড়াও আর উপস্খিত ছিলেন শাহিদউস সামদ চৌধুরী কচ্চু মিয়া,আব্দুল খালিক,সাহেদ আহমদ চৌধুরী, সংবাদিক শহীদ আহমদ চৌধুরী তারেক আহমদ ও মিম হুসাইন সহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকগণ।
শেষে মাওলানা আব্দুল খালিকের দোয়ার মাধ্যমে উদ্বোধনের কাজ সম্পন্ন হয়।
মাওলানা দেলওয়ার বলেন আমাদের এই সেবার মধ্যে শুধু এ্যাম্বুলেন্স নয় আমরা আক্রান্ত পরিবারের প্রয়োজনে ঔষধ ও খাদ্যের প্রয়োজন হলে আমাদের জানাবেন আমরা তা পৌছে দিব। এবং আমাদের এই কাজারে ধারাবাহিকতা অব্যাহত থাকতে সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।
এস সি/বি এন-০৪