নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২১
০৪:৫৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২১
০৫:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান আর নেই। রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১ টায় তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে সিলেট নগরের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে সন্তান রেখে গেছেন।
সাংবাদিক হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ সংবাদ সংস্থা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
হাবিবুর রহমানের ভাই হাফিজুর রহমান তালুকদার জানিয়েছেন, জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি। তাঁর ছেলে খুলনায় রয়েছে। সে ফিরলে সোমবার নিজ গ্রাম দিরাই উপজেলার রাধানগরে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
আরসি-০১