গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২২, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২২, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভয়াল ২১আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ডাক-বাংলোয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ চুন্নুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল বশর ছদরুল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল মজিদ রওশন, উপজেলা আওয়ামী লীগ এর ধর্ম সম্পাদক আবুল লেইছ, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হানিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মানসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগ এর সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগ এর কার্যকরী সদস্য এম জেড আলম, জাফরান জামিল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগ এর কার্যকরী সদস্য আব্দুল মালিক জানু, আবুল কাশেম সেবুল, ফরিদ উদ্দিন ইরান, কামাল উদ্দিন, সৈয়দ এহতেশাম, আজমল হোসেন, অরুণ দে।
উপজেলা আওয়ামী লীগ এর কার্যকরী সদস্য ক্বারী তোফায়েল আহমদ জিলু এর কোরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সহিদ খান জিলা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী এর সহ সভাপতি শেখ কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নকুল রাম মালাকার, আজমল হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সমাজসেবক গোলাম দস্তগীর খান ছামিন, ঢাকাদক্ষিণ স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনহাজ খান সোহাগ, ছাত্রলীগ নেতা ফারহান মাসউদ আফছর প্রমুখ।
আলোচনা সভা শেষে বাদ মাগরিব ঢাকাদক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদে ২১ আগস্টর নারকীয় গ্রেনেড হামলায় আহত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সকল আহতদের সুস্থতা এবং নিহতদের আত্নার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া পরিচালনা করনে মওলানা জসিম উদ্দিন ।
এফ এম/বি এন-০৫