সিলেটে করোনা টিকার প্রথম ডোজ বন্ধে বিপাকে বিদেশগামীরা

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২২, ২০২১
০৫:১৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২১
০৫:১৮ অপরাহ্ন



সিলেটে করোনা টিকার প্রথম ডোজ বন্ধে বিপাকে বিদেশগামীরা

সিলেটে বিদেশগামীদের জন্যেও মডার্না টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (২১ আগস্ট) থেকে সিলেট সিটি করপোরেশন এলাকায় পূর্ণাঙ্গভাবে মডার্নার প্রথম ডোজ প্রদান বন্ধ রয়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন বিদেশগামীরা। 

জানা গেছে, গত মে মাসে টিকা সঙ্কটের কারণে সিলেটে টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ১৯ জুন থেকে মেডিকেল-নার্সিং শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে আবারও টিকাদান শুরু হয়। আর গত ১৩ জুলাই থেকে আবারও শুরু হয় গণটিকা কার্যক্রম। এ সময় সিলেট সিটি করপোরেশন এলাকায় দেওয়া হয় মডার্নার টিকা এবং উপজেলায় দেওয়া হয় সিনোফার্মের টিকা। তবে গত ১২ আগস্টের পর থেকে সিলেট জেলায় বন্ধ রয়েছে প্রথম ডোজ। ফলে নিবন্ধন করে টিকার অপেক্ষায় রয়েছেন নগরের প্রায় ৬০ হাজার বাসিন্দা। তবে এ সময় প্রবাসীদের জন্য প্রথম ডোজ চালু ছিল। 

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, টিকার জন্য নিবন্ধন করা বিদেশগামীরা ভিসা-পাসপোর্ট দেখিয়ে মডার্নার প্রথম ডোজ টিকা নিতে পারবেন। তবে গতকাল শনিবার থেকে সিলেটে বিদেশগামীদেরকেও প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

গত ১২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৪ আগস্ট থেকে দেশব্যাপী মডার্নার প্রথম ডোজ বন্ধ রেখে দ্বিতীয় ডোজ প্রদান কাজ শুরু করতে হবে। তবে সিটি করপোরেশন এলাকায় বিদেশগামী জনগোষ্ঠীকে নিবন্ধনের ভিত্তিতে প্রথম ডোজ টিকা প্রদান করতে হবে। এমন নির্দেশনার পর সিলেট সিটি করপোরেশনের দুই কেন্দ্রে বিদেশগামীদের জন্য মডার্নার প্রথম ডোজ টিকাদান চলছিল। 

তবে গত ১৯ আগস্ট আরেকটি নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১২ আগস্টের পর থেকে সারাদেশে মডার্নার প্রথম ডোজ টিকাদান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে কতিপয় কেন্দ্র নির্দেশনা উপেক্ষা করে মডার্নার প্রথম ডোজ প্রদান অব্যাহত রেখেছে। যা সরকারি নির্দেশনার পরিপন্থী। এসব কেন্দ্রকে ১৯ আগস্টের পর থেকে মডার্নার প্রথম ডোজ সম্পূর্ণরূপে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হলো। এ অবস্থায় সিলেটে শনিবার থেকে প্রবাসীদের জন্যও বন্ধ রয়েছে মডার্নার প্রথম ডোজ টিকাদান কার্যক্রম। 

এ প্রসঙ্গে সিলেট সিটি করপোরশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘শনিবারের পর থেকে সিলেট মডার্নার প্রথম ডোজ সম্পূর্ণভাবে বন্ধ আছে। এখন থেকে বিদেশগামীদেরও এই টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। তবে তারা চাইলে সিনোফার্মের টিকা নিতে পারবেন।’

এদিকে, এমন নির্দেশনার পর সিলেটের বিদেশগামীরা বিপাকে পড়েছেন। তারা বলছেন, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যাস্ট্রাজেনেকা, মডার্নার বা ফাইজার ছাড়া অন্য কোনো টিকা গ্রহণ করে না। ফলে এখন তারা কি করবেন তা নিয়ে বিপাকে আছেন। 

এ বিষয়ে জানতে চাইলে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল সিলেট মিররকে বলেন, ‘বিদেশগামীদের এরকম অসুবিধা তৈরি হলে হয়ত নতুন কোনো নির্দেশনা আসতে পারে। এছাড়া সিলেটে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার সম্ভাবনা রয়েছে। টিকা এলে তারা এই টিকা নিতে পারবেন।’

এদিকে, শনিবার সিলেট নগরে ১ হাজার ৯২৩ জন টিকা নিয়েছেন। সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল শনিবার নগরে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ হাজার ২৭৯ জন। এছাড়া সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ জন। শনিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬১০ জন। 

শনিবার পর্যন্ত সিলেট নগরে মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬২৪ জন। এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজার ৬৩২ জন। সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৯৩২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৮১৯ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৬১ হাজার ৫৪৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৫০৩ জন। 

এনএইচ/আরসি-০৫