২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি


আগস্ট ২২, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন



২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভীষিকাময় সেই ২১ আগস্ট আজ। নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে সেখানে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি।

তিনি আরও বলেন, ওইদিন আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা। এ ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন ৫ শতাধিক, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। কেউ কেউ আজও ফিরে পাননি স্বাভাবিক জীবন। গ্রেনেডের স্প্লিন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশে ভয়াবহ সেই হামলা বাঙালি জাতি কোনোদিনও ভুলবে না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, সিলেট পল্লী বিদ্যুত সমিতি-২ এর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহ্বায়ক শাহাব উদ্দিন, সদস্য মো. নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, যুবলীগ নেতা এম মহিউদ্দিন মহি, রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ।


এমএম/আরআর-০৮