সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২২, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২২, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ১ম ব্যাচের শিক্ষার্থী ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের ১ম প্রেসিডেন্ট মরিয়ম জান্নাত।
শুক্রবার (২০ আগস্ট) ভোর পৌনে ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন।
মরিয়ম জান্নাত ইউসিবি ব্যাংকের সুবিদবাজার শাখায় কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন। ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় সিলেটে এমন করোনা রোগীদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে প্রায় ১০ দিন চিকিৎসা নেওয়ার পর শুক্রবার ভোরে তিনি মুত্যুবরণ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ২৯ বছর।
বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামের মো. গিয়াস উদ্দিন ও কায়সরা বেগমের দুই মেয়ে ও একছেলের মধ্যে সবার বড় ছিলেন মরিয়ম জান্নাত।
তার লাশ সিলেট ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দুইদিন পর তার স্বামী তানভির আহমদ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর তার জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করা হবে।
মরিয়ম জান্নাতের মুত্যুতে শোক প্রকাশ করেছেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উপদেষ্টা তানভির আহমদ চৌধুরী, রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক। ক্লাবের সাবেক সভাপতি আবু বকর আল আমিন, সাধারণ সম্পাদক নাকিব চৌধুরী, ক্লাবের বর্তমান সভাপতি মুহাইমিন বকস অলি ও সাধারণ সম্পাদক অপর্না ভৌমিকসহ ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সাবেক এবং বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ শিক্ষার্থীরা।
শোক বার্তায় তারা মরিয়ম জান্নাতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিএ-০৫