এডুকেশন এন্ড কেয়ার প্রজেক্ট ইউকের অক্সিজেন সিলিন্ডার প্রদান

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২১, ২০২১
১১:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২১
১১:৪২ অপরাহ্ন



এডুকেশন এন্ড কেয়ার প্রজেক্ট ইউকের অক্সিজেন সিলিন্ডার প্রদান

এডুকেশন এন্ড কেয়ার প্রজেষ্ট ইউকের পক্ষ থেকে মুমূর্ষু রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়ার জন্য পাঠানটুলা মোহনা সমাজ কল্যাণ সংস্থাকে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। 

আজ শনিবার (২১ আগস্ট) দুপুরে নগরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন মোহনা সমাজ কল্যান সংস্থার নেতৃবৃন্দ। 

এসময় সংস্থার সভাপতি ফারুক আহমদ দারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ও সহসাংগঠনিক সম্পাদক সফায়ত খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি মানবতার কল্যানে এডুকেশন এন্ড কেয়ার ইউকেকে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। 

এসময় আরও উপস্থিত ছিলেন, পাঠানটুলা সমাজ কল্যান সংস্থার সাবেক সভাপতি আফছর খান, সহ সভাপতি সাইফুর রহমান জেবু, সিনিয়র সদস্য বশির খান লাল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আকমল খান, সহ সাংগঠনিক সম্পাদক আজিজ খান সজিব, অর্থ সম্পাদক কামরান খান, প্রচার সম্পাদ রাকিব খান, ক্রীড়া সম্পাদক আব্দুল মুমিন,সহ ক্রীড়া সম্পাদক জাকির খান।

সদস্যদের মধ্যে ইমন খান, মিন্টু আহমদ, এনাম আহমদ রাজ, সদাগর আহমদ সদা, বাবলু উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য মোহনা সমাজ কল্যাণ সংস্থা পাঠানটুলার উদ্যোগে ব্যবসায়ী, চাকরীজীবী ও প্রবাসী রেমিটেন্স যুদ্ধাদের অর্থায়নে সিলেটের বিভিন্ন এলাকায় দিন-রাত ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে।

বিএ-০৪