কমলগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২১
১১:০৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২১
১১:০৯ অপরাহ্ন
মৌলভীবাজারর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মাছ কিনতে গিয়ে অসাবধানবশত পা পিছলে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল হক (৬০)। তিনি উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের দক্ষিণ কামদপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় শমশেরনগরের মাছ বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী রেবা বেগমকে সঙ্গে নিয়ে মাছ কিনতে বাজারে যান আব্দুল হক। সেখানে মাছ কেনার সময় হঠাৎ অসাবধানবশত পা পিছলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর সঙ্গে মাছ কিনতে এসে পা পিছলে পড়ে গিয়ে আব্দুল হকের মৃত্যু হয়েছে।
এসডি/আরআর-০৬