জামালগঞ্জ প্রতিনিধি
                        জুলাই ০৪, ২০২১
                        
                        ০৭:২২ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ০৪, ২০২১
                        
                        ০৭:২২ অপরাহ্ন
                             	
 
                        
             
    জামালগঞ্জে চতুর্থ দিনের লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 
রবিবার( ৪ জুলাই) সকালে সাচনা বাজারে এ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রেদুয়ানুল হালিম।
জানা যায়, দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় আব্দুর রশিদের ছেলে আবু হানিফাকে ৫০ টাকা, সাহেদ আলীর ছেলে শাহজালালকে ৫০ টাকা, রফিক ভ‚ইয়ার ছেলে রনিকে ১০০ টাকা, নূরু মিয়ার ছেলে আক্তার হোসেনকে ৫০ টাকা এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৫ ধারায় দুর্যোধন তালুকদারের ছেলে চন্দন তালুকদারকে ৫০০ টাকা, ভুট্টো সাহার ছেলে নেপাল সাহাকে ৫০০ টাকা ও আব্দুল হাফিজের ছেলে মুসলিম মিয়াকে ৫০০ টাকাসহ মোট ৭ জনকে ১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস, জামালগঞ্জ উপ সহকারী পরিদর্শক মো. জুলহাস উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা ভ‚মি অফিসের পেশকার অসীম কুমার ধর।
বি আর /বি এন-০৪