শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ১৬, ২০২১
০৪:৫০ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২১
০৪:৫০ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ আরএফএল কোম্পানির এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাণ আরএফএল কোম্পানির ২ নম্বর গেইটের সিকিউরিটি গার্ডদের অসাবধানতায় মিজানুর রহমানের (৩২) মৃত্যু হয়। কিন্তু কর্তৃপক্ষের দাবি মিজানুর রহমান ইলেকট্রিক গেইটে চাপা পড়ে মারা গেছেন।
নিহত মিজানুর রহমান সিলেটের জৈন্তাপুরের বাসিন্দা ও কোম্পানির একজন মেশিন অপারেটর ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে কোম্পানিতে শ্রমিকরা উত্তেজিত হয়ে অভ্যন্তরে ব্যাপক ভাংচুর চালায়। প্রাণ আরএফএল কোম্পানির দুই গেইটের সিসি ক্যামেরাসহ বেশ কিছু অংশতে ইটপাটকেল মারে।
এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, মাধবপুর থানা, হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত মিজানুর রহমানের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, মিজানুর রহমান নামে একজন অপারেটর নিহত হয়েছেন। কোম্পানির সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী অসাবধানতাবসত ইলেকট্রিক গেইটে চাপা পড়ে তিনি মারা গেছেন। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।
এসডি/বিএ-০৩