নবীগঞ্জ প্রতিনিধি
জুন ১১, ২০২১
১১:০৮ অপরাহ্ন
আপডেট : জুন ১১, ২০২১
১১:০৮ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার সেলিম মিয়া ওরফে লিলুকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দিনগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নবীগঞ্জ তথা হবিগঞ্জ জেলার দুর্ধর্ষ ডাকাত, প্রায় ডজনখানেক ডাকাতি মামলার আসামি সেলিম মিয়া ওরফে লিলুকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত লিলু নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃত ছান্দ উল্লাহ'র ছেলে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ডাকাত লিলু মিয়ার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। হবিগঞ্জ জেলার ৭টি থানায় মামলাগুলো রয়েছে। এছাড়া ডাকাতি মামলার ওয়ারেন্টও রয়েছে তার বিরুদ্ধে।
এএম/আরআর-০৩