সিলেট মিরর ডেস্ক
                        এপ্রিল ০২, ২০২১
                        
                        ০৩:৩৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : এপ্রিল ০২, ২০২১
                        
                        ০৩:৩৩ পূর্বাহ্ন
                             	
                        
            
    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আবুল হায়াত। তার ছোট মেয়ে নাতাশা হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে নাতাশা জানিয়েছেন, বুধবার রাতে আবুল হায়াতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাবার জন্য ওই স্ট্যাটাসে দোয়া চেয়েছেন নাতাশা। একই সঙ্গে বাবার জন্য এ পজিটিভ প্লাজমাও চেয়েছেন তিনি।
একই দিনে করোনা পজিটিভ হয়েছেন গাজী রাকায়েত ও আফসানা মিমি।
এএফ/০৬