সিলেট মিরর ডেস্ক
                        অক্টোবর ২৯, ২০২০
                        
                        ০৮:০৪ অপরাহ্ন
                        	
                        আপডেট : অক্টোবর ২৯, ২০২০
                        
                        ০৮:৫২ অপরাহ্ন
                             	
                        
            
    চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে গোল উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে তারা লাইপজিগকে হারিয়েছে ৫-০ গোলে। হ্যাটট্রিক করেছেন মার্কাস রাশফোর্ড।
২১ মিনিটের মাথায় গতবারের সেমিফাইনালিস্টদের বিপক্ষে প্রথম গোলটি করেন ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধে চোখ ধাঁধানো হ্যাটট্রিক উপহার দিয়ে মার্কাস ম্যান অব দ্য ম্যাচ বনে যান 
মার্কাস প্রথম গোল পান ৭৪ মিনিটে। পরের ১৬ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের নিয়ে ছেলেখেলায় মেতে পূর্ণ করেন হ্যাটট্রিক।
এএন/০৩