মুক্তি পেয়েছে ‘লাভ ইন সিলেট’

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৮, ২০২০
০৩:৫৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৩:৫৪ পূর্বাহ্ন



মুক্তি পেয়েছে ‘লাভ ইন সিলেট’

আশ্চর্য মিডিয়ার পরিবেশনায় মুক্তি পেয়েছে নাটক ‘লাভ ইন সিলেট।’ আজ শুক্রবার  ইউটিউভ চ্যানেলে https://youtu.be/j14SVAbzTcA আপলোড করা হয়েছে নাটকটি।

আশ্চর্য মিডিয়ার কর্ণধার ইমরান পারভেজ পারভেজ দুঃখ প্রকাশ করে বলেন, ‘এই প্রথমবার কবির খাঁন নাটকে অভিনয় করেনি, কিন্তু প্রতিবারের মতো রচনা ও পরিচালনায় তারই অবদান ছিল অনেক। তিনি এবার নাটকে অভিনয় না করলেও দিয়েছেন নতুন উপহার। এই নাটকের গান, বড় মায়া লাগে- তে তিনি কণ্ঠ দিয়েছেন। তিনি রচয়িতা, পরিচালক, অভিনেতা। পাশাপাশি অনেক ভালো গায়ক।

আমি অনেক গর্ব করে বলতে চাই, কবির খাঁনের মতো প্রতিভা আমাদের সিলেটি নাট্যাঙ্গনের জন্য অনেক বড় পাওয়া।’ 

নাটকে অভিনয় করেছেন, ইমরান আহমদ পারভেজ, রুপা, দেবাশীষ ভট্টাচার্য্য টিংকু , আয়েশা বেগম, সাইফুল আরেফিন লিমন, মুন্নি খাঁন, মিন্টু সিংহ, হাবিব উল্লাহ, মোরাদ মায়া বাপ্পী, নাজনীন ও এম আই শামীম।

এনপি-১৩