সিলেট মিরর ডেস্ক
মে ১৫, ২০২০
০৯:৩৭ অপরাহ্ন
আপডেট : মে ১৫, ২০২০
০৯:৪৩ অপরাহ্ন
রিক ব্রাইট
বিশ্বজুড়ে তিন লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া নতুন করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র সামনে আধুনিক ইতিহাসের ‘সবচেয়ে ভয়ঙ্কর শীতকালের’ মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।
বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্বাস্থ্য বিষয়ক এক সাব কমিটির শুনানিতে রিক ব্রাইট এ মন্তব্য করেন বলে বিবিসি জানিয়েছে। নতুন করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করা সরকারি একটি সংস্থার প্রধান ব্রাইটকে গত মাসে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
সাবেক এ শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, কোভিড-১৯ এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে উদ্বেগ জানানোর কারণেই তাকে পদচ্যুত করা হয়েছে। ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন নতুন করোনাভাইরাস মোকাবেলায় ‘ধন্বন্তরি ভূমিকা’ পালন করতে পারে বলে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেক বিজ্ঞানী ও গবেষকই কোভিড-১৯ এর চিকিৎসায় ওষুধটির ব্যবহার ‘হিতে বিপরীত’ হতে পারে বলে সতর্ক করে আসছেন।
রাজনৈতিক কারণে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে- যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেলের দপ্তরে এমন অভিযোগ এনে ব্রাইট এরই মধ্যে তার পদ ফেরতও চেয়েছেন। হোয়াইট হাউস বায়োমেডিকেল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক এ পরিচালকের অভিযোগ অস্বীকার করেছে। ‘করোনাভাইরাস হুইসেলব্লোয়ার’ খ্যাত’ ব্রাইটকে ‘বিগড়ে যাওয়া কর্মী’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও।
মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রই এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে শনাক্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য জানিয়েছে। দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যাও ৮৬ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে; এর মধ্যে কেবল নিউ ইয়র্কই দেখেছে ২৭ হাজার ৬০০-র বেশি মৃত্যু।
প্রতিনিধি পরিষদের সাবকমিটিকে দেওয়া সাক্ষ্যে ব্রাইট বলেছেন, প্রাদুর্ভাবের শুরুতে যুক্তরাষ্ট্র সরকারের ‘নিস্ক্রিয়তার’ কারণেই এ বিপুল পরিমাণ প্রাণহানি হয়েছে। প্রাণঘাতি এ ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে তিনি জানুয়ারিতেই স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের ‘সর্বোচ্চ পর্যায়কে’ সতর্ক করেছিলেন বলেও দাবি সেসময় বায়োমেডিকেল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক পদে থাকা ব্রাইটের। “যদিও কোনো প্রত্যুত্তর মেলেনি,” বলেছেন তিনি।
শুনানিতে মার্কিন এ স্বাস্থ্য বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সুযোগ ‘শেষ হয়ে আসছে’। “ভালো পরিকল্পনা ছাড়া ২০২০ সালেই যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন শীতকাল দেখা দিতে পারে,” বলেছেন তিনি। প্রতিনিধি পরিষদের সাবকমিটিতে ব্রাইটের সাক্ষ্যের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি তাকে চিনি না, কখনও দেখাও হয়নি। দেখা করতে চাইওনা। “কিন্তু তাকে দেখছি, তাকে ক্রুদ্ধ, বিগড়ে যাওয়া কর্মীর মতো লাগছে, যিনি কিনা খুব একটা ভালো কাজ করেননি বলে মত কিছু কিছু মানুষের,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এনপি-০৪