খেলা ডেস্ক
মে ১১, ২০২০
১০:৫৪ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
১০:৫৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তার উদ্যোগ নিলেন দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপ জয়ের ফাইনালে আর্জেন্টিনার যে জার্সি গায়ে জড়িয়েছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তারই একটি রেপ্লিকাতে অটোগ্রাফ দিয়েছেন ম্যারাডোনা। তাতে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিখেছেন, ‘আমরা করোনা সঙ্কট কাটিয়ে উঠতে যাচ্ছি।’
প্রথমে নিলামের চিন্তা-ভাবনা করলেও পরে জার্সিটি নিয়ে লটারি আয়োজনের সিদ্ধান্ত হয়। লটারি থেকে আসা অর্থটা খরচ হবে বুয়েন্স আয়ার্সের সুবিধাবঞ্চিত কমিউনিটির মানবিক সহায়তায়। হাইজিন সামগ্রী, মাস্ক ও প্রায় ১০০ কেজির (২২০ পাউন্ড) খাদ্য সহায়তার দাতব্য কার্যক্রমে যারা ইতোমধ্যে দান করেছেন তারাই কেবল লটারিতে অংশ নিতে পারবেন।
এআরআর/০২