নিজস্ব প্রতিবেদক
মে ০৯, ২০২০
১১:৫৭ অপরাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
১২:০০ পূর্বাহ্ন
সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই তুলনায় সুস্থ হচ্ছেন হাতেগোনা কয়েকজন। বাকিরা ভয় আর আতঙ্কের মধ্যে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, সিলেট বিভাগে এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত ২৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮২ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৯০ জন ও মৌলভীবাজার জেলায় ৩৫ জন। বিপরীতে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মাত্র ৭ জন। যা মোট আক্রান্তের তিন শতাংশেরও কম।
সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন গত বুধবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া হবিগঞ্জে একজন ও সুনামগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত একজন সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে এখন পর্যন্ত ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কেউই সুস্থ হননি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনেক সময় রোগীর শরীরে ১৪ থেকে ১৫ দিন উপসর্গ দেখা যায। এরপর উপসর্গ কমতে শুরু করে। মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। একজন ব্যক্তিকে তখনই সম্পূর্ণ সুস্থ বলা যায়, যখন পরপর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান আজ শনিবার (৯ মে) সিলেট মিররকে বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার প্রক্রিয়া দীর্ঘ। সুস্থ হওয়ার আগে দুইবার নমুনা পরীক্ষা করা হয়। এরপরই সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়। তিনি জানান, এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
এনসি-০৩/এনপি-১২