নারী ফুটবলারদের সহায়তা করলেন তপু

খেলা ডেস্ক


মে ০২, ২০২০
১২:৫৩ অপরাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
১২:৫৩ অপরাহ্ন



নারী ফুটবলারদের সহায়তা করলেন তপু

করোনায় কষ্টে থাকা নারী ফুটবলারদের পাশে দাঁড়ালেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তপু বর্মন। নারায়নগঞ্জের জিমখানার আলাউদ্দিন খান স্টেডিয়ামে যে নারী ফুটবল একাডেমি আছে, সেখানকার বেশ কিছু ফুটবলারের পরিবারের অবস্থা ভালো নয়। করোনায় সব কিছু বন্ধ হওয়ায় একাডেমির ১৯ নারী ফুটবলারের পরিবারের ঠিকমতো খাবার জুটছিল না।
এমতাবস্থায় তাদের পরিবারকে সহায়তা দিলেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন। শুক্রবার দুপুরে তিনি ১৯ নারী ফুটবলারের পরিবারের জন্য দুই সপ্তাহের খাদ্যসামগ্রী প্রদান করেন।
তপুর দেওয়া চাল, ডাল, আটা, তেল, লবণ, আলু, পেয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মেয়েদের হাতে তুলে দিয়েছেন বাফুফের কম্পিটিশন বিভাগের সহকারী প্রধান হাসান মাহমুদ। নারী ফুটবলারদের পাশপাশি আরও ২০০ অসহায় পরিবারকে এক সপ্তাহের খাদ্যসামগ্রী ক্রয়ের টাকা প্রদান করেন তপু বর্মন। সিদ্ধিরগঞ্জে স্থানীয় ওয়ার্ড কমিশনারের মাধ্যমে তিনি এই অর্থ বিতরণ করেছেন।

এআরআর/০৫