করোনায় অতিরিক্ত সময়ে বাফুফের নির্বাহী কমিটি

খেলা ডেস্ক


মে ০২, ২০২০
১২:২৫ অপরাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
১২:২৫ অপরাহ্ন



করোনায় অতিরিক্ত সময়ে বাফুফের নির্বাহী কমিটি

করোনাভাইরাসের কারণে নির্ধারিত মেয়াদ শেষে অতিরিক্ত সময়ে গড়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি। গত ২০ এপ্রিল নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হলে বন্ধ হয়ে যায় বাফুফের নির্বাচন। ফিফা ও এএফসি পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কার্যানির্বাহী কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।
৩০ এপ্রিল ছিল বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদের শেষ দিন। শুক্রবার থেকে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন এই কমিটি অতিরিক্ত সময়ের দায়িত্ব পালন শুরু করলো।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সভাপতির মেয়াদ শেষ করলেন কাজী মো. সালাউদ্দিন। তিন মেয়াদে দীর্ঘ ১২ বছর। এর আগে টানা এত বছর কেউ ছিলেন না দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি পদে।

এআরআর/০২