হাওরাঞ্চলে ৬৫ ভাগ ধান কাটা শেষ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২০
১২:৫৪ পূর্বাহ্ন



হাওরাঞ্চলে ৬৫ ভাগ ধান কাটা শেষ
দক্ষিণ সুনামগঞ্জে কৃষিমন্ত্রী

আজ বুধবার সাংহাই হাওরে কৃষকদের হার্ভেস্টর মেশিন প্রদানের পর ধানকাটা কার্যক্রম পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পরিকল্পনা মন্ত্রী এম মান্নান।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সারা দেশে হাওরাঞ্চলের ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়ে গেছে। সুনামগঞ্জসহ অতি ঝুঁকিপূর্ণ এলাকায় ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও করোনা পরিস্থিতিকে সামনে রেখে সরকারি তৎপরতায় কৃষকরা দ্রুত ধান কাটতে পেরেছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে কৃষকদের হারভেস্টর মেশিন প্রদানকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, সারা দেশে ৪শ এর অধিক হারভেস্টর মেশিন প্রদান করা হয়েছে। প্রতি ২৮ লাখ টাকা ব্যয়ে একেকটি মেমিন ২১ লাখ টাকা ভুর্তকি দিয়ে কৃষকদের দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। কৃষকরা খলা থেকে ধান বিক্রয় করতে পারবেন। সরকারি ধান ক্রয় কার্যক্রমে কোনো অনিয়ম হবে না।’ মন্ত্রী বলেন, ‘আমি হাওরে কৃষকের মুখে হাসি দেখেছি। কৃষকরা সুন্দরভাবে ঘরে ধান তুলতে পারলে করোনার দুর্ভিক্ষ কাটিয়ে উঠতে পারবেন। ৪ শতাংশ হারে কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করেছে সরকার। হাওরের কৃষকদের এক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।’ 

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধান কেনার লক্ষ্যমাত্রা সুনামগঞ্জ অঞ্চলে বাড়ানোর

সুপারিশের বিষয়টি আগামীকালের সভায় আলোচনা করব।’ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিরোধী দলীয় হুইপ ফজলুর রহমান মিসবাহ, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ শামিমা শাহরিয়া, পৌর মেয়র নাদের বখত, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

পরিকল্পনা মন্ত্রী এম মান্নান এসময় কৃষি খাতকে অগ্রাধিকার দেবার কথা জানান। পরে দুই মন্ত্রী সদর উপজেলার লালপুর গ্রামের কৃষকের কাছ থেকে ধান কিনে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেন। 

 

এসটি-০১/এনপি-০৯