খেলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২০
১২:২৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
১২:২৯ অপরাহ্ন
মা অসুস্থ, তাই গত এক মাস ধরে ইতালি ছেড়ে আর্জেন্টিনায় অবস্থান করছেন জুভেন্টাসের স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। কবে ইতালিতে ফিরবেন, আদৌ ফিরবেন কি না, তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা
মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, সেই মায়ের প্রতি বিমুখ হয়ে কী থাকা যায়? যত যা-ই করা হোক না কেন, মায়ের ভালোবাসার ঋণ কখনই শোধ হওয়ার নয়। আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনও বাকি দশ জনের মতো বোঝেন এটা। মাতৃঋণ শোধ করতে গিয়ে এই তারকা যা করতে চলেছেন, তা হয়তো ইতিহাসেই লেখা থাকবে।
চারিদিকে করোনাভাইরাসের হুংকার এখন। সংক্রমণ থেকে বাঁচতে অধিকাংশ দেশই আশ্রয় নিয়েছে লকডাউন পদ্ধতির। এ মুহূর্ত স্থবির সবকিছুই, খেলাধুলা তো বটেই। করোনাভাইরাস যেসব দেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, তাঁদের মধ্যে ইতালি অন্যতম। দেশটির বিখ্যাত ফুটবল লিগ সিরি 'আ' এ মুহূর্তে বন্ধ। অসুস্থ মায়ের কাছে থাকার জন্য লকডাউনের মধ্যেই আর্জেন্টিনায় ফিরেছিলেন হিগুয়েইন। আর্জেন্টাইন গণমাধ্যমে গুঞ্জন, মায়ের চিকিৎসা দেখভাল করতে আর হয়তো ইতালিতেই ফিরবেন না হিগুয়েইন।
এআরআর/০৩