খেলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন
দুটি পেনাল্টি সেভ করে এএফসি কাপে সেরার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আনিসুর রহমান জিকো। বসুন্ধরা কিংসের এই গোলরক্ষক ছাপিয়ে গেছেন বিশ্বকাপ খেলুড়ে দেশ ইরাকের এক গোলরক্ষককে।
এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এএফসি কাপের এই তালিকা প্রকাশ করে। পেনাল্টি সেভের তালিকায় এক নম্বরে রয়েছেন ফিলিপাইনের রোলান্ড মুলার। ফিলিপাইনের প্রিমিয়ার লিগের ক্লাব সেরেস নেগরোস এফসির হয়ে খেলেন তিনি। তিনটি পেনাল্টি সেভ করতে এএফসি কাপের বাছাইপর্ব মিলিয়ে ছয়টি ম্যাচ খেলতে হয়েছে এই গোলকিপারকে।
জিকোর মতো দু’টি করে পেনাল্টি বাঁচিয়েছেন ইরাকের আল জাওরা ক্লাবের ফাহাদ তালিব ও কম্বোডিয়ার নেগাওয়াল্ড এফসি ক্লাবের ইয়াতি সোউ। তালিকায় তিন নম্বরে ফাহাদ ও চতুর্থ স্থানে আছেন ইয়াতি সোউ।
এএফসি কাপের ই গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। এএফসি কাপে বসুন্ধরার অভিষেক ম্যাচে দুটি পেনাল্টি ঠেকিয়েছিলেন জিকো। এএফসি কাপের সপ্তাহের সেরা পারফরমার নির্বাচিত হয়েছিলেন জিকো। ভোটের মাধ্যমে সেরা নির্বাচিত হন বসুন্ধরা কিংস ও জাতীয় দলের এই গোলরক্ষক।
এআরআর/০৭