সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৪, ২০২০
১২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৮২ জন। দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের এটিই সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। ফলে করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯। নতুন করে আরও তিনজন সুস্থ হয়েছেন। এতে করে দেশে মোট সুস্থ হয়েছেন ৪২ জন।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি নিজের বাসা থেকে এতে যুক্ত হন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় দেশে মোট ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ৩৮ শতাংশ বেশি এবং নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় ১৭ শতাংশ বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন আরও ৫ হাজার ৬৮৪ জন। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ৮৫ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ১৮৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ১ হাজার ৪৫ জন এবং এখন পর্যন্ত কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ৬৩ হাজার ২৭৬ জন। আর আইসোলেশনে রাখা হয়েছে ৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৭ জন।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।
এএফ/০৮