হতদরিদ্রদের খাদ্যসামগ্রী দিলেন মিজান চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৩, ২০২০
০৬:১২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২০
০৬:১২ পূর্বাহ্ন



হতদরিদ্রদের খাদ্যসামগ্রী দিলেন মিজান চৌধুরী

করোনা সংকটে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনি নিজ উদ্যোগেও ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২২টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১০ হাজার কর্মহীন হতদরিদ্রকে খাদ্যসামগ্রী দিচ্ছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১২ এপ্রিল) তিনি ছাতক উপজেলার তিন ইউনিয়ন এবং পৌরসভার ৫টি স্থানে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এবং মাধবপুর পয়েন্ট, নোয়ারাই ইউনিয়নের জুরাপানি পয়েন্ট, ইসলামপুর ইউনিয়নের গণেশপুর ও ছাতক পৌরসভার পুরাতন কাস্টমসের সামনসহ সবমিলিয়ে আড়াই হাজার হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।

এসময় মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় হতদরিদ্র দিনমজুররা অসহায় হয়ে পড়েছেন। তাদের ঘরে খাবারও নেই।’ তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হতদরিদ্র দিনমজুরদের খাদ্যসামগ্রী প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ফারক আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মুহি ও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনপি-০৫/বিএ-১২