সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১২, ২০২০
১১:৪৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২০
১১:৪৯ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি বাংলাদেশের জন্য স্বস্তির বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর সকল খুনিদের দেশে এনে রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।
শনিবার (১১ এপ্রিল) রাত ১২ টা ১ মিনিটে মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। এরপর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এদিকে, ফাঁসি কার্যকরের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকা জেলা প্রশাসক, সিনিয়র জেল সুপার, জেল সুপার, ডেপুটি জেলার, সিভিল সার্জনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিএ-০২