সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১০, ২০২০
১২:১৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২০
১২:১৬ অপরাহ্ন
রাজধানীর হাজারীবাগ এলাকায় লকডাউন থাকা একটি বাড়ি থেকে করোনায় আক্রান্ত এক ব্যক্তির ভাই দেয়াল টপকে পালিয়েছেন। তাকে খুঁজে বের করতে পুলিশ মাইকিং করছে। আশপাশের বিভিন্ন সড়কে খোঁজ করেও রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে লকডাউন থাকা বাড়ি থেকে ওই ব্যক্তি পালিয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহিল কাফি। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আক্রান্ত ব্যক্তির ভাই দেয়াল টপকে বেরিয়ে গেছেন। তাকে খুঁজতে আমরা মাইকিং করছি। কিন্তু এখনও পাওয়া যায়নি। রাস্তায় টহল পুলিশও গাড়ি নিয়ে খুঁজছে।
এএফ/০৩