মাধবপুর প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২০
০৬:১৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৬:১৪ পূর্বাহ্ন
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন মিয়া
নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন মিয়া।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে।
তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এটি অসাধানতাবশত একটি দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মুর্শেদ আলম বলেন, আমি অন্য জায়গায় দায়িত্বপালন করছিলাম। পুরো ঘটনা সম্পর্কে অবগত নই। আহত শাহীন মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।