নবীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৬, ২০২০
০৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৫:০৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় খেলু মিয়া (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আহত যুবককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার তাড়নগাঁও নামক স্থানে এ দুঘর্টনাটি ঘটেছে।
নিহত খেলু মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউরধন গ্রামের নূর ইসলামের ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে নিজের মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন খেলু মিয়া ও তার এক বন্ধু। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলা করগাঁও ইউনিয়নের তাড়নগাঁও এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে খেলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু সেজু মিয়া। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।