বিভাগের সকল উপজেলায় সেনাবাহিনীর টহল শুরু

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০২, ২০২০
১১:২৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
১১:৩০ অপরাহ্ন



বিভাগের সকল উপজেলায় সেনাবাহিনীর টহল শুরু

বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতনতামূল পরামর্শ দিচ্ছেন সেনা সদস্যরা


সিলেটে বড় পরিসরে টহল শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে সিলেট বিভাগের ৪০ উপজেলায় সেনাবাহিনীর ৪১ টিমের টহল শুরু হয়।
 
জানা গেছে, গত ২৪ মার্চ করোনা ভাইরাস মোকাবিলায় স্থানীয় প্রশাসনের কাজে সহায়তা সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। সিলেট বিভাগে ২৬ মার্চ থেকে সেনাবাহিনীর টহল শুরু হয়। প্রতিদিনই সেনা সদস্যরা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ভাগ করে টহল দিতে শুরু করেন। তবে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো সিলেট বিভাগের সকল উপজেলায় এক সঙ্গে সেনাবাহিনীর টহল শুরু হয়।

এর আগে গতকাল বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (আজ) থেকে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট জেলায় সেনাবাহিনীর ১৩ টি, মৌলভীবাজারে ১০ টি, সুনামগঞ্জে ৯ টি ও হবিগঞ্জে ৯ টি টিম টহল দিচ্ছে। দিনভর সেনা সদস্যরা প্রতিটি উপজেলার হাট বাজার টহল দিবেন। একই সঙ্গে সেনা সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন (গণমাধ্যম) সিলেট মিররকে জানান, সেনাবাহিনীর প্রতিটি টিমের সঙ্গে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা থাকবেন।

 

নাচৌ-০২/আরসি-০২