জ্বর-কাশিতে শিক্ষার্থীর মৃত্যু, গ্রাম কোয়ারেন্টিনে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২০
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
০২:৩৪ পূর্বাহ্ন



জ্বর-কাশিতে শিক্ষার্থীর মৃত্যু, গ্রাম কোয়ারেন্টিনে
.

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর পুরো গ্রামটি কোয়ারেন্টিন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ-পূর্ব ধাওয়া গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীর (১৭) মৃত্যুর পর এ সিদ্ধান্তের কথা জানানো হয় বলে জানান ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম বলেন, ছেলেটি চারদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। সকালে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করলে তাকে হাসাপাতালে আনতে বলা হয়। কিন্তু পরিবারের লোকজন ছেলেটিকে হাসপাতালে না এনে বাড়িতে রেখে চিকিৎসা করেন। বাড়িতেই ছেলেটির মৃত্যু হয়।

জহিরুল ইসলাম আরও জানান, মৃত ব্যক্তি নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। 

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, এই শিক্ষার্থীর মৃত্যুর পর তাদের বাড়িসহ পার্শ্ববর্তী বাড়িগুলোকে লকডাউনিএবং দক্ষিণ-পূর্ব ধাওয়া গ্রামকে কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে।

মৃত শিক্ষার্থী (১৭) এ বছর দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, জেলায় ৪৫৯ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

 

বিএ-০৬