সিলেট মিরর ডেস্ক
                        মার্চ ৩১, ২০২০
                        
                        ০৩:১০ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মার্চ ৩১, ২০২০
                        
                        ০৩:১০ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    রবিবার রাতে প্রচণ্ড জ্বর নিয়ে ১২ বছর বয়সী এই শিশুকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়; সোমবার (৩০মার্চ) ভোরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
চিকিৎসকরা বলছেন, তার মধ্যে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ ছিল না; তাই তার করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করার প্রয়োজন নেই।
তবে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের এই শিশুর মৃত্যুর পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, জ্বর নিয়ে রবিবার রাত সাড়ে ৩টার দিকে শিুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বা সর্দি-কাশি ছিল না; বেশ জ্বর ছিল; ঘাড় বাঁকা হয়ে যাচ্ছিল। পরে অবস্থা খারাপ হলে ভোরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি আমরা আইইডিসিআরকে জানালে তারা এটি করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নয় বলে জানান।
ওই শিশুর বাড়িটি লকডাউন করা হবে কিনা বা কোনো প্রস্তুতি আছে কিনা জিজ্ঞেস করলে সিভিল সার্জন বলেন, এখন যেকোনো মৃত্যু হলেই মানুষ একটু আতঙ্কিত হয়। আমি বলেছি ওই বাড়ির লোকদের বলে দিতে তারা যেন সতর্ক থাকে।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী বলেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসলিমা আক্তার নিশ্চিত করেছেন এটা স্বাভাবিক মৃত্যু। তাই ওই শিশুর বাড়ি লকডাউন করার কোনো পরিকল্পনা এই মুহুর্তে নেই। তবে সর্তকর্তামূলক কার্যক্রম চলবে।