করোনায় ‘কাইশ্যা’খ্যাত জাপানী অভিনেতার মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩০, ২০২০
০৮:১৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
০৯:৪৬ অপরাহ্ন



করোনায় ‘কাইশ্যা’খ্যাত জাপানী অভিনেতার মৃত্যু

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জনপ্রিয় জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা মারা গেছেন। কেন শিমুরা বাংলাদেশের মানুষের কাছে ‘কাইশ্যা’ নামে বেশ পরিচিত ছিলো।

রবিবার (২৯ মার্চ) টোকিওর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশনের বরাতে এমন খবর প্রকাশ করেছে জাপান টাইমস।

জাপান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, গেল ২০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় কেন শিমুরাকে। এরপর রবিবার তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

১৯৫০ সালের জাপানের টোকিওতে জন্মগ্রহণ করা কেন শিমুরা ১৯৭০ সালে কমেডিয়ান হিসাবে অভিনয় জগতে পা রাখেন।

তার উল্লেখযোগ্য টিভি শো এর মধ্যে রয়েছে ‘বাকা টোনোসামা’ (বোকা প্রভু) ও ‘হেন্নে ওজিসান’ (আগন্তুক আংকেল)।

এএফ/০২