হবিগঞ্জ সংবাদদাতা
জুলাই ২৩, ২০২৩
০৪:০৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২৩
০৪:৫২ অপরাহ্ন
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলায় বাকবিতণ্ডার জের ধরে হামলা পাল্টা হামলায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের গরুর বাজার এলাকায় এ সংর্ঘের ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া (৩২) শরীফনগর গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।
আজিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টায় এ হত্যাকান্ডটি হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শরীফনগর গ্রামের দুটি পক্ষের মধে শনিবার বিকেলে ফুটবল খেলা হয়। খেলার শেষ পর্যায়ে টাইব্রেকারের পূর্বে মাঠে প্রবেশ করা নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাধে। এ সময় হামলায় সেলিম মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এএন/০৮